আমাদের সর্ম্পকে

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ভূজপুর থানার, ১নং বাগানবাজার ইউনিয়নের প্রাণকেন্দ্র ফেনী খাগড়াছড়ি মহাসড়কের পার্শ্বে চিকনছড়া উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এর সর্ব প্রথমে বিরাট মাঠ, মাঠের দক্ষিণ পশ্চিম কর্ণারে একেবারে মনোরম পরিবেশে একটি মসজিদ অবস্থিত। তার সাথে আধা কাঁচা পাকা দীর্ঘ তিনটি শ্রেণির সমন্বয়ে একটি বড় হল কক্ষ। এতে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান সম্পন্য করা হয়। তার সাথে মাঠের পূর্ব পার্শ্বে নিজস্ব অর্থায়নে ২ তলা ভবন, তাতে আছে প্রশাসনিক ভবন, অর্থাৎ প্রধান শিক্ষদের কক্ষ, সাথে সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক কমন রুম, লাইব্রেরী, কম্পিউটার কক্ষ, ২য় তলায় বিজ্ঞানাগার ২টি এবং শ্রেণি কক্ষ ১টি, তার উত্তর পার্শ্বে ফ্যাসেলিটিস ভবন। সেখানে ৩টি শ্রেণি কক্ষ আছে। তার পিচনে শিক্ষকদের আলাদা সৌচারাগার ও ছাত্র-ছাত্রীদের সৌচারাগার রয়েছে। এর উত্তর পার্শ্বে প্রাথমিক বিদ্যালয়ের দো-তলা ভবন। সব কিছু মিলে বিদ্যালয়টি এক মনোরম পরিবেশে অবস্থিত।

১৯৭২ ইং সালে বাগানবাজার ইউনিয়ন পরিষদের সামনে চিকনছড়া মাধ্যমিক বিদ্যালয়টি আত্মপ্রকাশ করে। ৬ষ্ঠ শ্রেণিতে স্বল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে প্রধান শিক্ষক জনাব সামসুদ্দিন সাহেব ও কয়েকজন অবৈতনিক শিক্ষক এর মাধ্যমে বিদ্যালয়টি কার্যক্রম শুরু হয়। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষক সাহেবকে পৃষ্ঠপোষকতা করেন। সেই গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ১. তফাজ্জ্বল হোসেন, ২. তাজুল ইসলাম, ৩. ওবায়দুল হক ডিলার, ৪. আবদুর রশিদ মেম্বার, ৫. আবদুল খালেক মাস্টার, ৬. আবদুর রহমান চৌধুরী, ৭. ফয়েজ আহাং কোম্পানী। এর পর জনাব রুস্তম আলী সাহেব প্রথম চেয়ারম্যান হওয়ার পর হতে অদ্য পর্যন্ত বিদ্যালয়টি উন্নয়নের জন্য সকল প্রকার তাঁর সাহায্য সহযোগীতা প্রদান করে আসছেন। বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠিত হয় ০১-০১-১৯৭২ ইং সালে এবং সর্ব প্রথম স্বীকৃতি পায় ০১-০১-১৯৭৫ ইং সালে। জুনিয়র এবং মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায় ১৯৯৬ ইং সালে।